জার্নালিস্ট ফেলোশিপ প্রোগ্রাম চালু
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাণিসম্পদ খাতের অগ্রগতি, সম্ভাবনা ও করণীয় বিষয়ে দেশের গণমাধ্যম কর্মীদের অবহিত করা, উদ্বুদ্ধ করা ও গবেষণাধর্মী প্রতিবেদন প্রণয়নে উৎসাহিত করার লক্ষ্যে একটি ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে।
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এবং প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)”-এর আওতায় দেশের ২০ জন গণমাধ্যম কর্মীকে উক্ত ফেলোশিপ প্রদান করা হচ্ছে।
নির্বাচিত ফেলোগণ পরবর্তী ছয় মাসের (জুন-নভেম্বর) মধ্যে প্রাণিসম্পদ খাতের উল্লেখযোগ্য কার্য্ক্রম, অগ্রগতি, সম্ভাবনা, করণীয় ইত্যাদি বিষয়ে গবেষণাধর্মী, উন্নয়নমুখী ও বিশ্লেষণমূলক প্রতিবেদন স্ব স্ব গণমাধ্যমে প্রকাশ/প্রচার করবেন।
এ উপলক্ষে ফিশারিজ এন্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরামের সদস্যসহ বিভন্ন গণমাধ্যম থেকে প্রায় ৪০ জন সম্ভাবনাময় ফেলোকে নিয়ে “প্রাণিসম্পদ খাতে উন্নয়ন ও সম্ভাবনা: গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক একটি ফেলো নির্বাচনী কর্মশালা ২৮ মে ২০২২ তারিখে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করা হয়।
জনাব শ ম রেজাউল করিম এমপি, মাননীয় মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মনজুর মোহাম্মদ শাহজাদা।
পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান করীরের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) জনাব দীপক রঞ্জন রায়। রিসোর্স পার্সন হিসেবে দুটি প্রেজেন্টেশন তুলে ধরেন গ্লোবাল টিভির এডিটর ইন চিফ ও সিইও সৈয়দ ইশতিয়াক রেজা এবং এলডিডিপি’র চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ড. মো: গোলাম রব্বানী।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে জুড়ি বোর্ডের মাধ্যমে ২০ জন ফেলো নির্বাচন করা হবে। নির্বাচিত ফেলোদের নিয়ে দুই দিনের একটি আবাসিক উচ্চতর প্রশিক্ষণের আয়োজন করা হবে। উক্ত ফেলোগণ প্রাণিসম্পদ খাত সম্পর্কে পর্যাপ্ত গবেষণা ও তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে নিয়মিত বিরতি দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে গড়ে পাঁচটি করে মোট ১০০টি প্রতিবেদন প্রচার/প্রকাশ করবেন।
প্রচারিত/প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্য থেকে সেরা প্রতিবেদন নির্বাচন করে নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হবে। এছাড়া সফলভাবে ফেলোশীপ সম্পন্ন করার জন্য প্রত্যেক ফেলোকে বিশেষ আর্থিক প্রণোদনা প্রদান করা হবে।
পুরো ফেলোশীপ প্রোগ্রামের উপর নির্মাণ করা হবে একটি অডিও-ভিজুয়্যাল ডকুমেন্টারী।
জার্নালিস্ট ফেলোশীপ প্রোগ্রামটি আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করছে গণমাধ্যম প্রতিষ্ঠান পরিপ্রেক্ষিত।