Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ এপ্রিল ২০২২

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীতে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম, মাংস বিক্রয় কার্যক্রম চালু হলো


প্রকাশন তারিখ : 2022-04-03

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীতে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম, মাংস বিক্রয় কার্যক্রম চালু হলো

 

গরু, খাসি, মুরগির মাংস এবং দুধ, ডিমের সরবরাহ বৃদ্ধি ও মূল্য স্থিতিশীল রাখার মাধ্যমে আসন্ন রমজান মাসে জনসাধারণ যেন সহজেই প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা মেটাতে পারে সে লক্ষ্যে ব্যবসায়ী, উৎপাদনকারী ও সাপ্লাই চেইনের সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে প্রাণিসম্পদ অধিদপ্তর মাসব্যাপী ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিপণন ব্যবস্থা চালু করেছে। এতে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প সার্বিক সহযোগিতা দিচ্ছে। এছাড়া বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলও সহযোগিতার হাত বাড়িয়েছে।

 

রাজধানীর খামারবাড়িতে অবস্থিত প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে ০৩ এপ্রিল ২০২২ তারিখে এ উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি অনুষ্ঠানে ডিজিটালি যুক্ত হয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মনজুর মোহাম্মদ শাহজাদা, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মো: আব্দুর রহিম এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সেক্টরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

১লা রমজান থেকে শুরু হয়ে ২8 রমজান পর্যন্ত এ ভ্রাম্যমাণ বিপণন ব্যবস্থা রাজধানী ঢাকার ১০টি স্থানে চালু থাকবে। প্রাথমিকভাবে সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোড, খামারবাড়ী গোল চত্বর, জাপান গার্ডেন সিটি, মিরপুর ৬০ ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, মতিঝিলের আরামবাগ, বাড্ডার নতুন বাজার, মিরপুরের কালশী এবং যাত্রাবাড়ী এলাকায় এ ভ্রাম্যমাণ বিপণন ব্যবস্থা চালু করা হয়েছে।

 

প্রতিটি ভ্রাম্যমাণ গাড়ীতে পাস্তুরিত তরল দুধ প্রতি লিটার ৬০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৫৫০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৮০০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২০০ টাকা এবং ডিম প্রতি হালি ৩০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে।