Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩

সিলেটে মিডিয়া অরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2023-02-24

সিলেটে মিডিয়া অরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

 

দেশের প্রাণিসম্পদ খাতের বিভিন্ন দিক সম্পর্কে গণমাধ্যম কর্মীদের অবহিতকরণ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে উৎসাহিত করার উদ্দেশ্যে ১৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে সিলেট বিভাগের গণমাধ্যম কর্মীদের নিয়ে একটি বিভাগীয় মিডিয়া অরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

 

 

সিলেটের গোল্ডেন সিটি হোটেলে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এ কে আব্দুল মোমেন এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব মনজুরুল আহসান বুলবুল। সভাপতিত্ব করেন ডা. মো: এমদাদুল হক তালুকদার, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর।

 

 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডা. মো: মারুফ হাসান, পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, সিলেট, ড. মো: গোলাম রব্বানী, চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং সৈয়দ বোরহান কবীর, নির্বাহী পরিচালক, পরিপ্রেক্ষিত।

 

 

দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বিভাগীয় ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রায় ২৫ জন উর্ধ্বতন কর্মকর্তা। কর্মশালার শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

 

 

এলডিডিপি নিয়োজিত কনসালটেন্সি ফার্ম হিসেবে ওয়ার্কশপটি আয়োজন করে পরিপ্রেক্ষিত।