Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ নভেম্বর ২০২২

পিজিগুলো সংগঠিতকরণ ও এলএফএফএস পরিচালনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2022-11-02

পিজিগুলো সংগঠিতকরণ ও এলএফএফএস পরিচালনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় দেশব্যাপী প্রান্তিক খামারিদের নিয়ে বিভিন্ন ভ্যালুচেইন ভিত্তিক ৫৫০০টি প্রোডিউসার গ্রুপ (পিজি) গঠন করেছে। এসব পিজিভিত্তিক একটি করে লাইভস্টক ফার্মারস ফিল্ড স্কুল (এলএফএফএস) পরিচালিত হবে। পিজিগুলো সংগঠিতকরণ ও এলএফএফএস পরিচালনা বিষয়ে প্রাণিসম্পদের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করার উদ্দেশ্যে আজ কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইব) এর অডিটোরিয়ামে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

 

জনাব শ ম রেজাউল করিম এমপি, মাননীয় মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ড. নাহিদ রশীদ, সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং গেস্ট অব অনার হিসেবে Mr. Amadou Ba, Senior Agriculture Economist & TTL, World Bank উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ডা: মনজুর মোহাম্মদ শাহজাদা, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর।

 

 

কর্মশালায় মন্ত্রণালয়, অধিদপ্তর ও প্রকল্পসমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; সকল বিভাগীয়, জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা; এবং লাইভস্টক এক্সটেনশন অফিসার, মনিটরিং অফিসার, অন্যান্য স্টেকহোল্ডার ও গণমাধ্যম কর্মীসহ প্রায় ১২০০ জন অংশগ্রহণ করেন।

 

প্রোডিউসার গ্রুপ বা পিজিই হচ্ছে এলডিডিপির প্রাণ। প্রতিটি পিজিতে রয়েছেন ২০ থেকে ৪০ জন খামারি। এসব পিজির মাধ্যমে প্রকল্পটি খামারিদের নিকট বিভিন্ন সাহায্য-সহযোগিতা, প্রশিক্ষণ, প্রযুক্তি ইত্যাদি পৌঁছে দেবে এবং তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রাণিসম্পদ খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধনে কাজ করে যাচ্ছে।

 

 

কর্মশালায় পিজি ও এলএফএফএস বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অভিজ্ঞতার কথা শোনার পাশাপাশি প্রকল্প দপ্তর থেকে পিজি সংগঠিতকরণ ও এলএফএফএস পরিচালনা বিষয়ে একটি প্রেজেন্টেশন তুলে ধরা হয়। প্রদর্শন করা হয় পিজির উপর নির্মিত একটি ডকুড্রামা। উন্মোচন করা হয় ডেইরি আইকন সেলিব্রেশনের উপর প্রণীত একটি প্রতিবেদনের মোড়ক।

 

ইতোমধ্যেই প্রকল্প দলিলের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৫৫০০টি পিজি গঠন সম্পন্ন করেছে এলডিডিপি। প্রকল্প থেকে পিজি গঠন, মোবিলাইজেশন, এলএফএফএস গঠন, কারিকুলাম ও কোর্স মডিউল প্রণয়ন, গঠনতন্ত্র প্রণয়ন ইত্যাদি কাজে কারিগরি সহায়তা প্রদানের দায়িত্ব প্রদান করা হয় জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা (এফএও) কে। প্রাণিসম্পদ অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা, বিশেষ করে ডিএলও এবং ইউএলওদের সহায়তায় ইতোমধ্যেই সকল পিজি গঠন সম্পন্ন হয়েছে। প্রতিটি পিজির জন্য আলাদা আলাদা প্রোফাইল তৈরি করা হয়েছে এবং একাউন্ট খোলা হয়েছে। সরবরাহ করা হয়েছে সাইন বোর্ড, আইডি কার্ড, রেজিস্ট্রেশন বুক, কার্যবিবরণী রেজিস্ট্রার, গঠনতন্ত্র, হিসাব বই, সঞ্চয় বই ইত্যাদি। সমবায় অধিদপ্তরের অধীনে আগামীতে প্রতিটি পিজির রেজিস্ট্রেশন করা হবে।

 

 

এলএফএফএসগুলোতে প্রশিক্ষণ কার্যক্রম শীঘ্রই শুরু হবে। এ লক্ষ্যে প্রাণিসম্পদ ও এলডিডিপির কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তৈরি করা হচ্ছে মাস্টার ট্রেইনার। আধুনিক খামার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রযুক্তি সহযোগিতা প্রদানের পাশাপাশি পিজির মাধ্যমে ওষুধ, টিকা, দৈনন্দিন ব্যবহার্য্য দ্রব্যাদি, উন্নত জাতের ঘাসের কাটিং ইত্যাদি ‍প্রদান করা হবে। খামারিদের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ম্যাচিং গ্রান্ট প্রদানের মাধ্যমে ব্যাকওয়ার্ড লিংকেজ (যেমন – খাদ্য, পুষ্টি, রোগ ইত্যাদি) শক্তিশালী করার পাশাপাশি ফরোয়ার্ড লিংকেজ (যেমন – বাজার সংযোগ সৃষ্টি, ভ্যালু এডিশন ইত্যাদি) বৃদ্ধিতেও বিভিন্নভাবে সহযোগিতা করা হবে। বিশেষ করে দুধের ক্ষেত্রে ৪০০টি ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার ও ২০টি মিল্ক হাব স্থাপনের মাধ্যমে খামারিদের সহজে ও ন্যায্যমূল্যে দুধ বিক্রয়ে সহায়াতা প্রদান করা হবে। উৎপাদিত মাংস বিক্রয়ে সহযোগিতার অংশ হিসেবে স্লটার হাউজ ও স্লটার স্লাব নির্মাণ করা হচ্ছে। এসবের ফলে খামারিদের ন্যায্যমূল্য পাওয়ার পাশাপাশি খাদ্য নিরাপদতাও নিশ্চিত করা সম্ভব হবে।

 

 

এসব কারণে পিজি ও এলএফএফএস গঠন ও এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উক্ত কাজের সাথে জাড়িত মাঠপর্যায়ের সকল কর্মকর্তাকে তাই আজ একসাথে আমন্ত্রণ জানানো হয়। তাদেরকে উল্লিখিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালনে উদ্বুদ্ধ করাও এ কর্মশালার অন্যতম লক্ষ্য। আর তাহলেই প্রাণিসম্পদ খাতের কাঙ্ক্ষিত উন্নয়নের মাধ্যমে এসডিজির লক্ষ্যমাত্রা ও রূপকল্প ২০৪১ অর্জন সহজতর হবে।

 

 

কর্মশালায় মাননীয় প্রধান অতিথি প্রাণিসম্পদ ও এলডিডিপির সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদেরকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে স্ব স্ব দায়িত্ব পালনের আহ্বান জানান। সম্মানিত বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত সকল কর্মকর্তাকে পিজি ও এলএফএফএস গঠন ও পরিচালনায় সর্বাত্নক সহযোগিতা প্রদানের অনুরোধ জানান।