আমেরিকা থেকে আমদানিকৃত বকনা পরিদর্শনে দূতাবাসের প্রতিনিধি দল
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প দেশের গবাদিপশুর জাত উন্নয়নের অংশ হিসেবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৫০টি সম্পূর্ণ বিশুদ্ধ জাতের হলেস্টিন ফ্রিজিয়ান বকনা গরু আমদানি করেছে। ২৯ মার্চ ২০২২ তারিখে উক্ত বকনাগুলোর বর্তমান অবস্থা পরিদর্শনের জন্য আমেরিকান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মিস হেলেন লাফেভি এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাভারে অবস্থিত কেন্দ্রিয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে যান।
এ সময় প্রানিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মনজুর মোহাম্মদ শাহজাদা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব এস এম ফেরদৌস আলম, কেন্দ্রিয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক জনাব এস এম আউয়াল হক, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. হিরণ্ময় বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মিস হেলেন লাফেভি বকনাগুলো এদেশে আমদানি করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি বকনাগুলোর স্বাস্থ্য, পরিচর্যা ও বাসস্থান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশে প্রাণিসম্পদের অগ্রযাত্রা কামনা করেন।