Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ সেপ্টেম্বর ২০২২

এলডিডিপির ফেলো জার্নালিস্টগণ দেশের প্রাণিসম্পদের উপর সেপ্টেম্বর মাসে ২০টি প্রতিবেদন তুলে ধরবেন


প্রকাশন তারিখ : 2022-09-12

এলডিডিপির ফেলো জার্নালিস্টগণ দেশের প্রাণিসম্পদের উপর সেপ্টেম্বর মাসে ২০টি প্রতিবেদন তুলে ধরবেন

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান জার্নালিস্ট ফেলোশিপ প্রোগ্রামের অংশ হিসেবে চলতি সেপ্টেম্বর মাসে বিভিন্ন গণমাধ্যমে ২০টি গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশিত/প্রচারিত হবে। গতকাল রবিবার কৃষি খামার সড়ক, ফার্মগেটে অবস্থিত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সম্মেলন কক্ষে ফেলো জার্নালিস্টদের সাথে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এলডিডিপির প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব জনাব মো: আব্দুর রহিম সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্লোবাল টিভির এডিটর ইন চিফ ও সিইও সৈয়দ ইশতিয়াক রেজা, এলডিডিপি’র চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ড. মো: গোলাম রব্বানী ও কমিউনিকেশন কনসালটেন্ট মো: জিল্লুর রহমান এবং পরিপ্রেক্ষিত-এর নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান করীর।

 

প্রাণিসম্পদ খাতের অগ্রগতি, সম্ভাবনা ও করণীয় বিষয়ে দেশের গণমাধ্যম কর্মীদের অবহিত, উদ্বুদ্ধ ও গবেষণাধর্মী প্রতিবেদন প্রণয়নে উৎসাহিত করার লক্ষ্যে এলডিডিপি সম্প্রতি একটি ফেলোশিপ প্রোগ্রাম চালু করে। এতে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ২০ জন সাংবাদিককে মনোনিত করা হয়। উক্ত ফেলোগণ চলতি মাসের কার্য্ক্রমের অংশ হিসেবে প্রতিবেদনের বিষয়বস্তু জমা প্রদান করেন এবং বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে স্ব স্ব নামের পাশে বর্ণিত নিম্নোক্ত বিষয়ে প্রতিবেদন তৈরি ও প্রচার/প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।

নাম প্রতিষ্ঠান

বিষয়বস্তু

তরিকুল ইসলাম সুমন, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা টোয়েন্টিফোর

আধুনিক খামার ও কৃত্রিম প্রজনন ব্যবস্থাপনা পুষ্টিহীনতা রোধে সহায়ক

বিকাশ নারায়ন দত্ত, সিনিয়র রিপোর্টার, জনকন্ঠ

ডিমের হাত বদল - বঞ্চিত হয় খামারিরা

সেলিম মালিক, ইকোনমিক রিপোর্টার, আরটিভি

পশুপালনে আধুনিক প্রযুক্তির ব্যবহার

বায়েজীদ মুন্সী, স্টাফ রিপোর্টার, ভোরের ডাক

অসুস্থ প্রাণীর কাছে ছুটছে ভেটেরিনারি ক্লিনিক

মো. নাসির উদ্দিন, রিপোর্টার, বিটিভি

ডাটাবেজের মাধ্যমে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি ও কৃত্রিম প্রজননকৃত গাভীর বংশানুক্রম তৈরি

শাহাদাত হোসেন রাকিব, স্টাফ রিপোর্টার, ঢাকা পোস্ট

মহিষের মাংস হচ্ছে গরু, ভেড়া কেটে বানাচ্ছে খাসি!

রুহুল আমিন, সিনিয়র রিপোর্টার, ভোরের কাগজ

জলবায়ুর প্রভাব: দূর্যোগপ্রবণ এলাকায় প্রাণীদের কী অবস্থা?

মো : শওকত আলী, স্টাফ করেসপন্ডেন্ট, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

এলডিডিপির আওতায় মিল্ক প্রসেসিংয়ে উদ্যোক্তা তৈরি

বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার, দৈনিক আমার সংবাদ

গোখাদ্য ও প্রাণিসম্পদ উন্নয়ন

হারুন-উর রশীদ, সিনিয়র স্টাফ রিপোর্টার, দ্যা নিউ নেশন

প্রাণিজ পণ্যের মূল্য নির্ধারণে মুরগীর খাদ্যের প্রভাব

এম এ জলিল মুন্না রায়হান, সিনিয়র রিপোর্টার, দৈনিক ইত্তেফাক

বাজার ব্যবস্থাপনা গড়ে না ওঠায় সংকটে প্রান্তিক খামারিরা অথবা স্লটার হাউজ ও ওয়েট মার্কেট

জাহিদুর রহমান, স্টাফ রিপোর্টার, সমকাল

স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম

মো. ইউসুফ আলী, ডিবিসি নিউজ

দাম বৃদ্ধির ফলে নিম্ন আয়ের মানুষের মধ্যে দুধ খাওয়ার উপর প্রভাব

হাসিফ মাহমুদ শাহ্, সিনিয়র রিপোর্টার, ইন্ডিপেনডেন্ট টিভি

সোনালী মুরগীর সম্ভাবনা ও প্রোপাগান্ড

আসাদুর রহমান, আমাদের সময়

পশু পালনে নারী খামারির সম্পৃক্ততা

ফয়জুল সি‌দ্দিকী, সি‌নিয়র রি‌পোর্টার, চ্যানেল টো‌য়ে‌ন্টি‌ফোর

মুর‌গির মাংস রপ্তানির মাধ্যমে বৈ‌দে‌শিক মুদ্রা অর্জনের সম্ভাবনা

আসাদুজ্জামান খান, সাব-এডিটর, বাংলা ইনসাইডার

অর্থনীতিতে অপ্রাতিষ্ঠানিক খামারিদের ভূমিকা

গৌতম চন্দ্র ঘোষ, বাংলানিউজ ২৪.কম

দুধ সংরক্ষণ, বাজারজাতকরণ ও ক্ষুদ্র খামারিদের সুরক্ষায় করণীয়

ইসমাইল হোসাইন রাসেল, জাগোনিউজ

দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের চ্যালেঞ্জ ও প্রাণী সম্পদ খাতের সক্ষমতা বৃদ্ধি

শিপন হাবিব, সিনিয়র রিপোর্টার, যুগান্তর

দু‌ধের বাজার এবং খামা‌রি‌দের চ্যা‌লেঞ্জ

 

উম্মুল ওয়ারা সুইটি, বিশেষ প্রতিনিধি, দেশ রূপান্তর

বেঙ্গল ব্ল্যাক গোট ও ভেড়ার উৎপাদন এবং রপ্তানি সম্ভাবনা অথবা মহিষ পালনে বাংলাদেশ

 

নির্বাচিত ফেলোগণ আগামী নভেম্বর পর্য্ন্ত প্রাণিসম্পদ খাতের উল্লেখযোগ্য কার্য্ক্রম, অগ্রগতি, সম্ভাবনা, করণীয় ইত্যাদি বিষয়ে গবেষণাধর্মী, উন্নয়নমুখী ও বিশ্লেষণমূলক প্রায় ১০০টি প্রতিবেদন প্রকাশ/প্রচার করবেন।  

প্রতিবেদনগুলোর মধ্য থেকে প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম কাটাগরিতে সেরা প্রতিবেদন নির্বাচন করে আনুষ্ঠানিকভাবে আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হবে। এছাড়া সফলভাবে ফেলোশিপ সম্পন্ন করার জন্য প্রত্যেক ফেলোকে বিশেষ আর্থিক প্রণোদনা ও সার্টিফিকেট প্রদান করা হবে।

 

জার্নালিস্ট ফেলোশিপ প্রোগ্রামটি আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করছে কনসালটেন্সি ফার্ম পরিপ্রেক্ষিত।