ম্যাচিং গ্রান্টের জন্য আবেদনকারীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)” এর আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য খামারি ও উদ্যোক্তাদের ম্যাচিং গ্রান্ট প্রদানের সংস্থান রয়েছে। এ উপলক্ষে ইতোপূর্বে পত্রিকায় উন্মুক্ত বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে প্রস্তাব আহ্বান করা হয়। প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই, ফিল্ড ভেরিফিকেশন ও মূল্যায়নের মাধ্যমে প্রত্যেক ক্যাটাগরিতে একটি করে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয়।
ক্ষুদ্র আকারের ফিড মিলার ক্যাটাগরীর সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে নিয়ে প্রকল্পের নিয়োজিত এগ্রিবিজনেস ফার্ম “সার্ভিস সল্যুশন ইন্টারন্যাশনাল লিমিটেড (এসএসআইএল)” ১ ডিসেম্বর ২০২২ তারিখে এলডিডিপি’র সম্মেলন কক্ষে একটি অরিয়েন্টেশন ওয়ার্কশপ আয়োজন করে। এতে এলডিডিপির প্রকল্প পরিচালক, চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর, উপ-প্রকল্প পরিচালকগণ ও কনসালটেন্টবৃন্দ এবং এসএসআইএল-এর কর্মকর্তাসহ ৩৭ জন খামারি/উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় বিজনেস প্রোপোজাল ফর্মেট, বাস্তবায়ন প্রক্রিয়া, ম্যাচিং গ্রান্ট স্কিমের বিভিন্ন ধাপ ইত্যাদি বিষয়ে প্রেজেন্টেশন প্রদান করা হয় ও বিস্তারিত আলোচনা হয়।
অনুরূপভাবে ৩০ নভেম্বর এবং তার পূর্ববর্তী দিন ২৯ নভেম্বর ২০২২ তারিখে যথাক্রমে মার্কেট অরিয়েন্টেড ফিড ও ফডার প্রোডাকশন এবং রাফেজ বেইলিং ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকাভুক্ত ২২ ও ৯ জন খামারি/উদ্যোক্তার অংশগ্রহণে দুটি অরিয়েন্টেশন ওয়ার্কশপ আয়োজন করা হয়।
অন্যান্য ৬টি ক্যাটাগরির কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। সবগুলো ক্যাটাগরির আবেদনপত্র যাচাই-বাছাই করে একইভাবে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে অরিয়েন্টেশনের ব্যবস্থা করা হবে। অতপর প্রাথমিকভাবে নির্বাচিত খামারি/উদ্যোক্তাগণ পূর্ণাঙ্গ ব্যবসায় পরিকল্পনা দাখিল করবেন। চূড়ান্তভাবে নির্বাচিত খামারি/উদ্যোক্তাদের মাধ্যমে ম্যাচিং গ্রান্ট কার্যক্রম বাস্তবায়ন করা হবে যা দেশের প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা।