Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ এপ্রিল ২০২২

প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির র‌্যাঙ্কিং একধাপ এগোলো


প্রকাশন তারিখ : 2022-03-29

প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির র‌্যাঙ্কিং একধাপ এগোলো

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির র‌্যাঙ্কিং একধাপ এগিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত উন্নয়ন সহযোগী সংস্থা বিশ^ব্যাংকের ৬ষ্ঠ ইমপ্লিমেন্টেশন সাপোর্ট মিশনে এ অগ্রগতির ঘোষনা আসে।

 

 

মিশনের সদস্যগণ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে র‌্যাঙ্কিং অগ্রগতির এ তথ্য জানান। এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা এবং মন্ত্রণালয়, অধিদপ্তর ও প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

বিশ^ব্যাংক প্রতি ছয় মাস অন্তর অন্তর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করার জন্য বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে ইমপ্লিমেন্টেশন সাপোর্ট মিশন আয়োজন করে থাকে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের ৬ষ্ঠ ইমপ্লিমেন্টেশন সাপোর্ট মিশন ১৯-২৯ মার্চ ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়।

 

 

দশদিন ব্যাপী অনুষ্ঠিত এ মিশনে বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের কনফারেন্স কক্ষে মোট ১২টি সেশন অনুষ্ঠিত হয়। সেশনগুলোতে প্রকল্পে প্রকল্প পরিচালক, চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর, উপ-প্রকল্প পরিচালকগণ এবং পরামর্শকবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন সহযোগী সংস্থা এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীগণও উপস্থিত ছিলেন।

 

 

বিশ^ব্যাংকের পক্ষে মিশনে নেতৃত্ব দেন সিনিয়র এগ্রিকালচার স্পেসালিস্ট ও এলডিডিপি’র টাস্ক টিম লিডার মিঃ ক্রিশ্চিয়ান বার্জার। তাকে সহযোগিতা করেন এগ্রিকালচার স্পেশালিস্ট মিস আসুকা ওকুমুরাসহ অন্যান্য বিশেষজ্ঞ। WebEx এর মাধ্যমেও বেশ কয়েক জন দেশী-বিদেশী কর্মকর্তা ও বিশেষজ্ঞ মিশনের মিটিংগুলোতে যুক্ত হন।

 

 

৬ষ্ঠ ইমপ্লিমেন্টেশন সাপোর্ট মিশনের অংশ হিসেবে বিশ^ব্যাংক সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হবার পাশাপাশি সরেজমিনে অগ্রগতি পর্যবেক্ষণ করার জন্য ফিল্ড ভিজিটেও যায়।

 

প্রকল্পের চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর মিশনের শুরুতেই সামগ্রিক অগ্রগতির চিত্র তুলে ধরে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পরবর্তী সেশনগুলোতে বিভিন্ন কম্পোনেন্ট ও সাবকম্পোনেন্টের দায়িত্ব প্রাপ্ত উপ-প্রকল্প পরিচালকগণ স্ব স্ব খাতের অগ্রগতি তুলে ধরেন। তাদেরকে সহযোগিতা করেন সংশ্লিষ্ট পরামর্শকবৃন্দ।

 

 

র‌্যাঙ্কিং অগ্রগতির প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে প্রকল্পের কর্মকর্তা ও পরামর্শকগণ বৈঠকে মিলিত হন। প্রকল্প পরিচালক সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অগ্রগতির এ ধারা অব্যাহত রাখার অনুরোধ জনান। এ সময় চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর বলেন, র‌্যাঙ্কিং অগ্রগতির মাধ্যমে আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল। আগামী মিশনে আমরা সকল কম্পোনেন্টে স্যাটিসফেক্টরি র‌্যাঙ্ক পেতে চাই। সে লক্ষ্যে সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে একযোগে কাজ করার আহবান জানান তিনি।