গণমাধ্যম কর্মীদের জন্য বিভাগীয় পর্যায়ে মিডিয়া অরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত
দেশের প্রাণিসম্পদ খাতের বিভিন্ন দিক সম্পর্কে গণমাধ্যম কর্মীদের অবহিতকরণ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে উৎসাহিত করার উদ্দেশ্যে গতকাল ১২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে রংপুর বিভাগের গণমাধ্যম কর্মীদের নিয়ে একটি বিভাগীয় মিডিয়া অরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
রংপুরের আরডিআরএস মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো: এমদাদুল হক তালুকদার, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর। ডা: মো: আব্দুল হাই সরকার, পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রংপুর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. ডব্লিউ. এম. রায়হান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), রংপুর।
উদ্বোধনী অনুষ্টানে স্বাগত ভাষণ দেন ড. মো: গোলাম রব্বানী, চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং শুভেচ্ছা বক্তব্য দেন সৈয়দ বোরহান কবীর, নির্বাহী পরিচালক, পরিপ্রেক্ষিত। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জনাব মো: আলতাফ হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, দিনাজপুর এবং সৈয়দ ইশতিয়াক রেজা, সিইও, গ্লোবাল টিভি।
কারিগরি পর্বে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল টিভির সিইও সৈয়দ ইশতিয়াক রেজা, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ড. মো: গোলাম রব্বানী, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার এম এ জলিল মুন্না রায়হান এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের কমিউনিকেশন কনসালটেন্ট জনাব মো: জিল্লুর রহমান।
দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বিভাগীয় ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রায় ২৫ জন উর্ধ্বতন কর্মকর্তা। কর্মশালার শেষে আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার ও অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
গত বছর কেন্দ্রীয়ভাবে আয়োজিত জার্নালিস্ট ফেলোশিপ প্রোগ্রামের সাফল্যের ধারাবাহিকতায় বিভাগীয় পর্যায়ে এ মিডিয়া অরিয়েন্টেশন ওয়ার্কশপটি আয়োজন করা হয়। অনুরূপভাবে আরো সাতটি মিডিয়া অরিয়েন্টেশন ওয়ার্কশপ খুব শীঘ্রই অপর সাতটি বিভাগে অনুষ্ঠিত হবে। কনসালটেন্সি ফার্ম হিসেবে ওয়ার্কশপগুলো আয়োজনের দায়িত্ব পালন করছে পরিপ্রেক্ষিত।