Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ August ২০২২

এলডিডিপির ফেলো জার্নালিস্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2022-08-28

এলডিডিপির ফেলো জার্নালিস্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় আজ ২৮ আগস্ট ২০২২ তারিখে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জার্নালিস্ট ফেলোশিপ প্রোগ্রামের নির্বাচিত ২০ জন সাংবাদিকের জন্য দুই দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে।

 

 

প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শ ম রেজাউল করিম এমপি, মাননীয় মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: তৌফিকুল আরিফ, অতিরিক্ত সচিব (উন্নয়ন), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা এবং স্বাগত বক্তব্য প্রদান করেন এলডিডিপির প্রকল্প পরিচালক জনাব মো: আব্দুর রহিম।

 

 

প্রশিক্ষণ কর্মসূচীতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব মনজুরুল আহসান বুলবুল, সৈয়দ ইশতিয়াক রেজা, জনাব প্রণব সাহা ও সৈয়দ বোরহান করীর। দেশের প্রাণিসম্পদের উপর একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন তুলে ধরেন ডা. মো. রেয়াজুল হক, পরিচালক (উৎপাদন), প্রাণিসম্পদ অধিদপ্তর। নির্বাচিত ফেলোদের মধ্য থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক জনাব এম এ জলিল মুন্না রায়হান।

 

 

প্রশিক্ষণ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভিন্ন প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া ফেলোশিপটি আয়োজনের জন্য নির্বাচিত প্রতিষ্ঠান পরিপ্রেক্ষিত-এর কর্মকর্তাবৃন্দও এ সময় উপস্থিতি ছিলেন।

 

 

 নির্বাচিত ফেলো সাংবাদিকগণ দেশের প্রাণিসম্পদ খাতের বিভিন্ন দিক তুলে ধরে এ বছরের মধ্যে প্রায় ১০০টি হার্ড নিউজ, সফট নিউজ, ফিচার, আর্টিকেল ও সাকসেস স্টোরি গণমাধ্যমে তুলে ধরবেন। এসব প্রতিবেদনের মধ্য থেকে সেরা প্রতিবেদন নির্বাচন করে প্রিন্ট, ইলেকট্রোনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম ক্যাটাগরিতে আনুষ্ঠানিকভাবে নয়টি পুরষ্কার প্রদান করা হবে। সেই সাথে আর্থিক প্রণোদনা ও সাার্টিফিকেটও প্রদান করা হবে।