বরিশালে মিডিয়া অরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত
“বাংলাদেশের প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা” বিষয়ে গণমাধ্যম কর্মীদের জন্য একটি বিভাগীয় পর্যায়ের মিডিয়া অরিয়েন্টেশন ওয়ার্কশপ ৪ মার্চ ২০২৩ তারিখে বরিশালের বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) আয়োজিত এ কর্মশালায় বরিশাল বিভাগের গণমাধ্যম কর্মী ও উর্ধ্বতন প্রাণিসম্পদ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান। বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আব্দুস সবুরের সভাপতিত্বে এবং পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) ড. এ. বি. এম. খালেদুজ্জামান এবং পরিচালক (বাজেট) ড. মো: আবু সুফিয়ান। আরো উপস্থিত ছিলেন এলডিডিপির চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ড. মো: গোলাম রব্বানী এবং কমিউনিকেশন কনসালটেন্ট জনাব মো: জিল্লুর রহমান।
কর্মশালায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এবং দেশের প্রাণিসম্পদ খাতের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি এ খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কেও আলোকপাত করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রায় ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বিভাগীয় ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রায় ২০ জন উর্ধ্বতন কর্মকর্তা। কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।