বরিশালে প্রডিউসার গ্রুপ গঠন ও সংহতকরণ বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত
প্রাণিসম্পদ অধিদপ্তরের বরিশাল বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে “প্রডিউসার গ্রুপ গঠন ও সংহতকরণ” বিষয়ে ১০ নভেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি অডিটোরিয়াম, বরিশালে একটি বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জনাব ডাঃ মনজুর মোহাম্মদ শাহজাদা, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ড. দেবাশীষ দাস। কর্মশালায় সভাপতিত্ত¡ করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক ডাঃ মো: নুরুল আলম। এতে প্রাণিসম্পদ খাতের বরিশাল বিভাগের মোট প্রায় ১০০ জন জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা যোগ দেন। এছাড়া ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এলডিডিপির প্রায় ৫০ জন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কর্মশালায় যুক্ত হন।
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক জনাব ডাঃ মনজুর মোহাম্মদ শাহজাদা বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আমরা সম্ভব সবকিছু করছি। এলডিডিপির মাধ্যমে খামারিদের নিয়ে গ্রুপ গঠন, উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং আর্থিক ও যন্ত্রপাতি সহায়তা প্রদান করা হচ্ছে যাতে দেশজ প্রাণিসম্পদের উৎপাদন ও উৎপাদনশীলতা বহুলাংশে বৃদ্ধি পায়। তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারিকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে স্ব স্ব দায়িত্ব পালনেরও আহবান জানান।
প্রকল্পের কার্যক্রম, এফএও প্রদত্ত প্রযুক্তিগত সেবার অগ্রগতি এবং খামারিদের নিয়ে প্রডিউসার গ্রুপ গঠন ও সংহতকরণ বিষয়ের উপর উক্ত কর্মশালায় তিনটি প্রেজেন্টেশন তুলে ধরা হয়। এলডিডিপির চীফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ড. মো: গোলাম রাব্বানী, এফএও-এর টিম লিডার ড. জুলিয়াস মুচিমি এবং ন্যাশনাল কনসালটেন্ট ড. খান শহিদুল হক যথাক্রমে প্রেজেন্টেশন তিনটি উপস্থাপন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এফএও-এর ন্যাশনাল এ্যানিমেল হেলথ এক্সপার্ট ড. এ.কে.এম. মোস্তফা আনোয়ার।
প্রোডিউসার গ্রুপ গঠনের উদ্দেশ্য ও প্রক্রিয়া, এর ক্যারেকটারাইজেশন, মোবিলাইজেশন এবং কাক্সিক্ষত ফলাফল বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে মাঠ পর্যায়ে গ্রুপ গঠন প্রক্রিয়ার সুবিধা, অসুবিধা ও অগ্রগতির চিত্র উঠে আসে যা একটি পূর্ণাঙ্গ গাইড লাইন প্রণয়নে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।