Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ এপ্রিল ২০২২

মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রয় কার্যক্রম পরিদর্শন


প্রকাশন তারিখ : 2022-04-05

মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রয় কার্যক্রম পরিদর্শন

 

এই রমজানে ঢাকার স্বল্প আয়ের মানুষ যেন সহজেই প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা মেটাতে পারে সে লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তর মোবাইল কুলিং ভ্যানের মাধ্যমে মাসব্যাপী স্বল্প মূল্যে মাংস, দুধ এবং ডিম বিক্রির ভ্রাম্যমাণ ব্যবস্থা চালু করেছে। রাজধানীর ১০টি পয়েন্টে চলমান এ কার্যক্রম আজ সরেজমিন পরিদর্শনে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

 

 

প্রাথমিকভাবে নির্ধারিত ভ্রাম্যমাণ সেলস পয়েন্টগুলো হলো - সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোড, খামারবাড়ী গোল চত্বর, জাপান গার্ডেন সিটি, মিরপুরের ৬০ ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, মতিঝিলের আরামবাগ, বাড্ডার নতুন বাজার, মিরপুরের কালশী এবং যাত্রাবাড়ী।

 

 

প্রতিটি ভ্রাম্যমাণ কুলিং ভ্যানের মাধ্যমে পাস্তুরিত তরল দুধ প্রতি লিটার ৬০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৫৫০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৮০০ টাকা, ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২০০ টাকা এবং ডিম প্রতি হালি ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

 

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ভ্যান রেন্টাল স্কিমের মাধ্যমে বাংলাদেশ ডেইরি ফার্মার্স এসোসিয়েশন এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এসব পণ্য বিক্রি করছে।

 

 

ভ্রাম্যমাণ সেলস পয়েন্টগুলো পরিদর্শন কালে ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী সুশৃঙ্খল বিপণন ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি আরো সেলস পয়েন্ট বাড়ানো এবং প্রতিটি পয়েন্টে দুধ, ডিম, মাংসের পরিমান বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

 

 

এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মনজুর মোহাম্মদ শাহজাদা এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এবং বাংলাদেশ ডেইরি ফার্মার্স এসোসিয়েশন ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ০৩ এপ্রিল ২০২২ তারিখে খামারবাড়িতে অবস্থিত প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম, মাংস বিক্রয়ের এ কার্যক্রম উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম এমপি।

 

 

১লা রমজান থেকে শুরু হয়ে ২৮ রমজান পর্যন্ত এ ভ্রাম্যমাণ বিপণন ব্যবস্থা চলমান থাকবে। কার্যক্রমটি তদারকি এবং পরিবীক্ষণের জন্য অধিদপ্তর ও প্রকল্প থেকে দুটি পৃথক টিম সক্রিয় রয়েছে।