বিশ্বব্যাংকের ইমপ্লিমেন্টেশন সাপোর্ট মিশন শুরু
লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রোজেক্টের অগ্রগতি পর্যালোচনার জন্য বিশ্বব্যাংকের ইমপ্লিমেন্টেশন সাপোর্ট মিশন আজ ৮ জানুয়ারি ২০২৩ তারিখে শুরু হয়েছে। চলবে ১৮ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত।
লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রোজেক্টের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মিশনের প্রথম সভায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মোঃ এমদাদুল হক তালুকদার। প্রকল্পের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক জনাব মোঃ আব্দুর রহিম, চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মোঃ গোলাম রব্বানী, উপ-প্রকল্প পরিচালকগণ এবং কনসালটেন্টবৃন্দ। বিশ্বব্যাংকের পক্ষে সশরীরে উপস্থিত ছিলেন টাস্ক টিম লিডার আমাদু বা, কো টিটিএল সামিনা ইয়াসমিন এবং কনসালটেন্ট এফএনইউ জুনায়েদ। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বিশ্বব্যাংকের বেশ কিছু কর্মকর্তা ও কনসালটেন্ট ওয়েবেক্সের মাধ্যমে মিটিংয়ে যুক্ত হন।
সভায় লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রোজেক্টের বর্তমান অবস্থা, সাম্প্রতিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে একটি প্রেজেন্টেশন তুলে ধরেন ড. মোঃ গোলাম রব্বানী। আলোচনায় অংশগ্রহণ করেন মন্ত্রণালয়, অধিদপ্তর, প্রকল্প ও ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভা শেষে বিশ্বব্যাংকের মিশন টিম প্রকল্পের অগ্রগতি সরেজমিনে প্রত্যক্ষ করার জন্য ফিল্ড ভিজিটের উদ্দেশ্যে চট্টগ্রামের পথে রওনা হয়। পরিদর্শন শেষে আগামী বুধবার পুনরায় মিশনের অবশিষ্ট মিটিংগুলো অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, প্রতি বছর দু’বার প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে বিশ্বব্যাংকের ইমপ্লিমেন্টেশন সাপোর্ট মিশন অনুষ্ঠিত হয়ে থাকে।