Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ জানুয়ারি ২০২২

জেন্ডার ফোকাল পার্সনদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2022-01-18
জেন্ডার ফোকাল পার্সনদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
 
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের জেন্ডার ফোকাল পার্সনদের জন্য ১৬-১৭ জানুয়ারি ২০২২ তারিখে Gender Mainstreaming and Social Inclusion শীর্ষক এক প্রশিক্ষণ আয়োজন করে।
 

 

 
প্রকল্পের সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠেয় এই বিশেষ প্রশিক্ষণের উদ্বোধন করেন জনাব মো: আব্দুর রহিম, প্রকল্প পরিচালক, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এবং যুগ্ম সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এ সময় প্রকল্পের চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ড. মো: গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন।
 
 
মাঠ পর্যায়ে জেন্ডার কার্যক্রম বাস্তবায়ন এবং প্রকল্পের সকল কর্মকান্ডে জেন্ডার সমতাকে নিশ্চিত করার লক্ষ্যে দেশের আটটি বিভাগ থেকে নির্বাচিত প্রাণিসম্পদ অধিদপ্তরের আটজন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উক্ত কর্মকর্তাদের পুন:পুন প্রশিক্ষণের মাধ্যমে জেন্ডার বিষয়ে দক্ষ রিসোর্স পার্সন হিসেবে গড়ে তোলা এবং মাঠ পর্যায়ে প্রকল্পের জেন্ডার কার্যক্রম বাস্তবায়নে তাদের সহযোগিতা নিশ্চিত করা এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।
 
 
দেশব্যাপী চলমান এলডিডিপি’র কার্যক্রমসমূহে জেন্ডার মূলধারাকরণ, সামাজিক অন্তর্ভূক্তি ও জেন্ডার সংক্রান্ত ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত প্রকল্পের স্যোসাল অ্যান্ড জেন্ডার স্পেশালিস্ট জনাব লুৎফুন নাহারের তত্ত্বাবধানে অনুষ্ঠেয় এ প্রশিক্ষণ কোর্সে অতিরিক্ত রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাসনা হেনা খান এবং জনাব হাসনে আরা বেগম।